রাজবাড়ীর গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দমনে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার প্রদীপ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র আইন-শৃঙ্খলা কমিটির কার্যক্রম কার্যকর ও নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার আহ্বান জানান।
টিএইচ